আন্তর্জাতিক ডেস্ক
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ তুরস্কে চলছে উদ্ধারকাজ। দীর্ঘ এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে প্রাণহানির সংখ্যা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাঝে মাঝে যে কজনকে উদ্ধার করা হচ্ছে, তাদের দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা।
তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন মিডিয়া সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে ১৯ হাজার ৩০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিন হাজার ৬৩৬ জন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।
এছাড়া আট হাজার ৮৫১ জন রোগীকে অস্ত্রোপচার করতে হয়েছে। আর চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন।
এ দিকে ভূমিকম্পে ফলে অন্তত এক হাজার ৩৬২টি শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবার ও সমাজসেবা মন্ত্রী দিরিয়া ইয়ানিক।
যদিও এরই মধ্যে ৩৬৯টি শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭৯২টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
অপর দিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।
৬ ফেব্রুয়ারি সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তারপর অন্তত ১০০ বার জোরালো আফটার শকে কাঁপে দুই দেশের মাটি। ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৬ হাজার মানুষের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড