আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি
বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের বরখাস্ত করা হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন (সকসো) ২০২৩ প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট প্রদানের পর শিবকুমার মিডিয়া কনফারেন্সে বলেন, সরকার যদি দেখতে পায় যে, এমন ঘটনার কারণে স্থানীয় শ্রমিকরা তাদের কাজ হারিয়েছে তাহলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না। নিয়োগকর্তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিদেশি কর্মীদের নিয়োগে সরকারের শিথিলতায় বিদেশি শ্রমিকদের সাথে স্থানীয়দের প্রতিস্থাপন করা ঠিক নয়।
বেশ কয়েকটি সংস্থা দাবি করেছে, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবার (রেস্তোরাঁ) মতো গুরুত্বপূর্ণ খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছিল।
করোনা সময় ও পরবর্তীকালে মালয়েশিয়ার স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার নিয়ম করে, সে ক্ষেত্রে স্থানীয় কর্মী পাওয়া না গেলে বিদেশি কর্মীদের নিয়োগের অনুমতি দেয়।
অভিবাসী শ্রমিকদের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে ১০ জানুয়ারির বৈঠকে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের উপর বিধিনিষেধ শিথিল করে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড