• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়ান রাজ্য

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬
বাংলাদেশের সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়ান রাজ্য

মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পদ ও বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান এমবিআই সেলাংগর (MBI SELANGOR: Menteri Besar (Chief Minister) Selangor (Incorporated) বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বিশেষত: হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও মিনিস্টার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগির গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার পুয়ান হাজাহ নোরিতা বিনতি মো. সিদেকের (Puan Hajah Norita binti Mohd Sidek) নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে তাদের অফিসে সাক্ষাৎকালে তারা এ আগ্রহ প্রকাশ করেন।

ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগির প্রতিনিধিদলের নিকট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র এবং বাংলাদেশ-মালয়েশিয়ার চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত কর্মসূচির বর্ণনা দেন এবং বাংলাদেশের অর্থনীতি আজ সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

তিনি বলেছেন, সরকার কর্তৃক দেশে যোগাযোগের প্রবেশগাম্যতা নিশ্চিত কল্পে আধুনিক অবকাঠামো নির্মাণ, বিনিয়োগের চমৎকার পরিবেশ সম্বলিত ১০০টি ইকনোমিক জোন ও ৩৯টি হাইটেক পার্ক স্থাপন এবং সরকার গৃহীত বিনিয়োগ বান্ধব নীতি কৌশলের কারণে বাংলাদেশ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্বে আজ পরিচিতি লাভ করেছে।

ডেপুটি হাইকমিশনার এমবিআই সেলাংগরের মাধ্যমে সেলাংগর রাজ্যের ব্যবসায়িক নেতৃবৃন্দকে বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় সেক্টরে যেমন হালাল, ঔষধ, পোশাক, ডিজিটাল অর্থনীতি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কৃষি ইত্যাদি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এমবিআই সেলানগর এর চিফ এক্সিকিউটিভ অফিসার মুসলিমপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশকে হালাল পণ্যের একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন।

হালাল পণ্য ও সেবার গুনগত মান নিশ্চিত ও সনদ প্রদানের লক্ষ্যে একটি শক্তিশালী হালাল ইকোসিস্টেম প্রতিষ্ঠার ওপর এমবিআই সেলাংগর এর প্রতিনিধিদল গুরুত্বারোপ করেন।

এ ক্ষেত্রে তারা ডেপুটি হাইকমিশনারের প্রস্তাবিত এমবিআই সেলাংগরের উদ্যোগ বাংলাদেশে হালাল করিডর প্রতিষ্ঠার মাধ্যমে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বৈশ্বিক হালাল বাজারে প্রবেশের বিষয়ে আগামীতে কাজ করার সুযোগ রয়েছে বলে মতামত প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বিকাশে বাংলাদেশ হাইকমিশন হতে সকল ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়।

এ সময় ‘হালাল ইন্টারন্যাশনাল সেলাঙ্গর’(HIS) Toyyiba Sdn Bhd -এর চিফ এক্সিকিউটিভ অফিসার তুয়ান হাজি মাত গাজালি বিন আবদ রাকিম, সেলাংগর হালাল হাবের নির্মাণ প্রতিষ্ঠান সেন্ট্রাল স্পেকট্রাম এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রাজিফ আবদুল ওয়াহাব, হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি, এমবিআই রাজা নর ইজাহ বিনতি রাজা জাফর, মুহাম্মদ সাইরিল শওকত আলী, ইসলামিক অ্যাফেয়ার্স, কনজিউমার অ্যাফেয়ার্স এবং হালাল ইন্ডাস্ট্রি এক্সকো অফিস, সেলাংগর এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড