আন্তর্জাতিক ডেস্ক
সমকামিতা সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এর মধ্যে সমকামিতাকে সমর্থনকারী বা সমকামের প্রতি সহানুভূতিশীল সব বই, সিনেমা, শিল্পকর্মের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতাসীন পুতিন সরকার।
গত বছরের ডিসেম্বর মাসে নতুন আইনটি পাস হয়েছে রাশিয়ায়। এ আইনের মাধ্যমে দেশটিতে সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
মস্কো সরকারের বরাতে জার্মান মিডিয়া ডয়েচে ভেলে জানিয়েছে, রাশিয়ায় কোনো বই যদি সমকামিতার প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। একই সঙ্গে বিক্রিও বন্ধ থাকবে। এছাড়াও যেসব সিনেমায় সমকামিতাকে সমর্থন করা হয়েছে, তাও নিষিদ্ধ করা হয়েছে।
নতুন আইনে সোশ্যাল মিডিয়ায় কেউ যদি সমকামীদের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। এক কথায় সমকামিতা নিয়ে কোনো আলোচনাই করা যাবে না।
খবরে আরও বলা হয়, সামাজিক মাধ্যমে সমকামিতা প্রচার করলে ৫০ লাখ রাশিয়ান রুবল পর্যন্ত হতে পারে। টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্যও নতুন একটি রেগুলেশন তৈরি করছে মস্কো।
এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার-প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে।
পুরনো আইনের মাধ্যমেই রাশিয়ায় সমকামীদের মিছিল (প্যারেড) নিষিদ্ধ করে রাখা হয়েছিল। এখন আরও শক্তভাবে এসব কার্যক্রম নিষিদ্ধ করতে দেশটিতে নতুন আইন জারি করা হলো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতাকে রাশিয়ায় পশ্চিমাদের ‘আমদানি’ করা বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড