• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, অন্তত ২৮ জনের মৃত্যু, আহত ১৫০

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৩, ১৬:২৫
বিস্ফোরণ

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ১৫০ জন আহত হয়েছে।

বিস্ফোরণের কারণে মসজিদের একাংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স । ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন বহু নাগরিক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, এই ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন।

পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’-এর দাবি, বিস্ফোরণের আগে মসজিদের ভিতরেই ছিলেন আত্মঘাতী হামলাকারী। নামাজের জন্য জড়ো হওয়া মানুষজনের মধ্যে সামনের সারিতে ছিলেন তিনি।

মসজিদের এক নিরাপত্তা আধিকারিকেরা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নামাজ চলাকালীন বিস্ফোরণ ঘটান ওই দুষ্কৃতী। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ হয়। খবর পেয়ে মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

আহতদের উদ্ধার করে পেশোয়ারের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেকের দেহ উদ্ধার করা হয়েছে।’ আহতের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

সিকান্দার খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। তার নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড