আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি ও শ্রমিক সরবরাহকারী পাঁচ বাংলাদেশিসহ একটি সিন্ডিকেটের ছয় সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এ চারটি অভিযানে দুই বাংলাদেশির মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
গেফতারকৃতরা ভুয়া অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ব্যবহার করে বিদেশী কর্মী সরবরাহ করে আসছিল।
দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ গত শুক্রবার (২৭ জানুয়ারি) পুত্রযায়ায় এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় এবং বাংলাদেশিদের সমন্বয়ে এ সিন্ডিকেট আট মাস ধরে কাজ করছে এবং ৮ মাসে প্রায় ৮৮০,০০০ রিঙ্গিত আয় করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিন্ডিকেটের টার্গেট ছিল বিদেশি শ্রমিক। যাদের কোনো বৈধ পাস বা ভ্রমণ নথি নেই, বিদেশি শ্রমিকের প্রয়োজনে কোম্পানি বা নিয়োগকর্তাদের সরবরাহ করত।”এছাড়া সিন্ডিকেট বিদেশিদের (পিএলকেএস) স্টিকার পাওয়ার জন্য প্রত্যেকে ৫,০০০ থেকে ৬,০০০ হাজার রিঙ্গিত চার্জ করত।
অভিযানের সময়, পাঁচজন বাংলাদেশি নাগরিকসহ একজন স্থানীয় একজন মহিলাকেও গ্রেফতার করা হয়।
খায়রুল জাইমির মতে, দম্পতি নিয়োগকর্তাদের কাছ থেকে তাদের অবৈধ কার্যকলাপ আড়াল করতে একটি নির্মাণ কোম্পানি করেছিলেন।
অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ৬২টি পাসপোর্ট, ১৭টি জাল বাংলাদেশের পাসপোর্ট, ১৩টি জাল (পিএলকেএস) ভিসা, নগদ ২৩৪,০০০ রিঙ্গিত এবং একটি টয়োটা হিলাক্স।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অ্যান্টি-মানি লন্ডারিং, অ্যান্টি-টেরোরিজম ফাইন্যান্সিং এবং প্রসিড অফ বেআইনি কার্যকলাপ আইন ২০০১-এর অধীনে আরও অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড