• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝরাতে হাসপাতালে আগুন, ২ চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৩, ১২:২৭
মৃত্যু

ভারতের ঝাড়খন্ডের একটি বেসরকারি হাসপাতালে মাঝরাতে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৬ জনের। মৃতদের মধ্যে দু’জন চিকিৎসক বলে খবর।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের রাজধানী রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকায়।

জানা যায়, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এ ছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে বলে খবর। আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঝাড়খন্ড পুলিশ বলছে, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ হারিয়েছেন ৫ জন।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘হাসপাতালের মালিক, তার স্ত্রী-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। এক জনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।’’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড