আন্তর্জাতিক ডেস্ক
লাদাখ এবং অরুণাচলে সীমান্ত নিয়ে ঝামেলা চলছে চীন ও ভারতের মধ্যে। আবারও নতুন করে ভারতের অস্বস্তি তৈরী করল চীন। প্রকাশ্যে এল চীন অধিকৃত তিব্বতে ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ ইয়ারলুং জ্যাংবো এবং গঙ্গার একটি উপনদীতে নির্মাণাধীন বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের স্যাটেলাইট চিত্র।
ইয়ারলুং জ্যাংবোর পাশাপাশি চীন-ভারত-নেপাল ‘ট্রাই জংশনের’অদূরে মাবজা জাংবো নদীর উপর চীনের বাঁধ নির্মাণের স্যাটেলাইট চিত্রও সম্প্রতি প্রকাশিত হয়েছে।
আমেরিকার ইন্টেল ল্যাবের ভূতত্ত্ব গবেষক ড্যামিয়েন সাইমন ছবিগুলি প্রকাশ করে জানিয়েছেন, সেগুলি ২০২১ সালের মে মাসে তিব্বতের বুরাং কাউন্টিতে মাবজা জাংবো নদীর উপর চীনের বাঁধ ও জলাধার নির্মাণের প্রমাণ। ওই এলাকার অদূরেই উত্তরাখণ্ড রাজ্য।
ব্রহ্মপুত্র নদের সমতল যাত্রাপথের বেশিরভাগটাই ভারতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ফলে কোনও বাধা তৈরি হলে এই এলাকার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড