আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান। উদ্ধার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২টি দেহ উদ্ধার করা হয়েছে। আশংকা করা হচ্ছে বহু মৃত্যুর।
রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।
জানা যায়, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। উড়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।
বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড