• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

করোনা জয়ের ঘোষণা দিলেন কিম

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২২, ১৪:৫৬
করোনা জয়ের ঘোষণা দিলেন কিম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (ছবি : রয়টার্স)

মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এছাড়া চলতি বছরের মে মাসে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ারও আদেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে অংশ নেন কিম। এরপর তিনি মহামারি রোগটির বিরুদ্ধে জয় ঘোষণাটি দেন। কারণ ২৯ জুলাই থেকে উত্তর কোরিয়ায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

গত ৮ মে উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস শনাক্তের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। যদিও সে সময় দেশটিতে কোভিড শনাক্তের সংখ্যা ছিল ১৬৮, আর একজনের মৃত্যু হয়েছিল। মূলত এরপরই দেশটিতে দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে মহামারি করোনা সংক্রমণ ধরা পড়ার পরই লকডাউন ঘোষণা করা হয় সেখানে।

প্রথম দুই বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়া তাদের দেশে প্রাণঘাতী ভাইরাসটির কোনো অস্তিত্ব নেই বলেই দাবি করে। ২০২০ সালের জানুয়ারি থেকেই দেশটির সীমান্ত বন্ধ ছিল।

বাইরের কোনো দেশ থেকে ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানো উত্তর কোরিয়ায় একজন লোকও ভ্যাকসিন নিতে পারেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড