আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার (৪ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে।
কর্নেল উত্তিপং সোমজাই জানান, টেলিফোনে মাউন্টেন বি নাইটক্লাবটিতে রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। ভুক্তভোগীরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানান তিনি।
আইএনএন নিউজের বরাতে ব্যাংকক পোস্ট জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন নারী। উদ্ধাকর্মীরা বলছেন, আহত হয়েছেন আরও ৪১ জন।
যদিও ঠিক কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : ব্যাংকক পোস্ট, রয়টার্স
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড