আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের সংঘাতের অবসান ঘটার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়ত দেশটিতে শান্তি ফিরবে। যদিও সে আশায় গুড়েবালি। সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুল শাসনের ক্ষমতা পেলেও এখনো তাদের মেলেনি আন্তর্জাতিক কোনো স্বীকৃতি। ফলে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি।
চরম সংকটের মাঝে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এবার আফগান এক টেলিভিশন উপস্থাপকের ফুটপাতে খাবার বিক্রির দৃশ্য দেশটির দুর্দশার চিত্রকে আরও স্পষ্ট করে দিয়েছে।
কবীর হাকমল নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে ওই সাংবাদিকের দুটি ছবি দেওয়া হয়। একটি তালেবানের ক্ষমতায় আসার আগে। আর দ্বিতীয়টি তালিবানশাসিত আফগানিস্তানের বর্তমান সময়ের। মুসা মোহাম্মাদি নামে ওই উপস্থাপকের ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন : জাতিসংঘের কার্যক্রমে ‘বাংলা ভাষার’ সংযুক্তি
ওই পোস্ট থেকে জানা যায়, তালেবানের অধীনে আফগানিস্তানে সাংবাদিকরা কেমন জীবনযাপন করছেন। মুসা মোহাম্মাদি বছরের পর বছর বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপক ও রিপোর্টার হিসাবেও কাজ করেছেন। বর্তমানে তার পরিবারকে খাওয়ানোর জন্য কোনো আয় নেই। অর্থ উপার্জনের জন্য রাস্তার পাশে বসে খাবার বিক্রি করছেন তিনি।
সূত্র : জিও নিউজ
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড