আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির যাবতীয় কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব এরই মধ্যে পাস হয়েছে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, রুশ, ফরাসি ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।
গত শুক্রবার (১০ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের উপস্থাপিত ওই প্রস্তাব পাস হয়েছে। মূলত সেই প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, উর্দু এবং হিন্দি ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে।
এখন থেকে এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে বলে জানা যায়।
আরও পড়ুন : অবশেষে সৌদি-ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন
বিশ্লেষকদের মতে, বর্তমানে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, স্প্যানিশ, রুশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। বাংলা, হিন্দি এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে বলে মন্তব্য করেছেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।
বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে কলম্বিয়া এবং অ্যান্ডোরা।
উল্লেখ্য, সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।
আরও পড়ুন : ভয়াবহ দাবানলে পুড়ছে পাকিস্তান
তিনি বলেছিলেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড