আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেন, এখন থেকে তুরস্ক ও ইসরায়েল নিজেদের উন্নয়নে একসাথে কাজ করবে।
বুধবার (২৫ মে) জেরুজালেমে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইয়ার লাপিদ বলেন, আমাদের লক্ষ্য হলো দুই দেশের অর্থনীতি সম্প্রসারণ ও নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানো, যা বৈশ্বিক ও আঞ্চলিকভাবে দুই দেশকে সুবিধাজনক অবস্থানে রাখবে।
উল্লেখ্য, ২০০০ সালের পর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। ভেঙে পড়া সম্পর্ক জোরদারের চেষ্টা করছে দেশ দুইটি।
বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু দুই দিনের সফরে ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরে যান। ১৫ বছরের মধ্যে এটাই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবার ইসরায়েলে সফর।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড