আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে প্রথমবার এশিয়া সফরের অংশ হিসেবে শুক্রবার (২০ মে) দ. কোরিয়া পৌঁছান তিনি।
এদিন সকালে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন মার্কিন বিমান ঘাটি ওসানে জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন। এ সময় কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডিং জেনারেল ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সমর্থকেরা উপস্থিত ছিলেন।
শুক্রবার দিনের শেষ দিকে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এবার স্যামসাং ইলেক্ট্রনিক্সের একটি প্লান্টে তাদের সাক্ষাৎ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (২১ মে) তাদের দিনব্যাপী কর্মসূচি রয়েছে।
আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার ঋণখেলাপি হলো শ্রীলঙ্কা
উল্লেখ্য, ঐতিহাসিক এই সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সাক্ষাৎ হতে যাচ্ছে। গত ১০ মে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে ইয়োন সুক-ইয়োল দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ সময় তিনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সূত্র : রয়টার্স
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড