আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি মার্কিন বিলিয়নিয়ার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টের ৯ কোটি ফলোয়ারের ৫৩ দশমিক ৩ শতাংশই ভুয়া! এমনটাই দাবি করেছিল একটি অনলাইন অডিটিং টুল। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার নিয়েও বোমা ফাটালো স্পার্কটোরো নামের সেই সফটওয়্যার কোম্পানিটি।
প্রতিষ্ঠানটির দাবি, জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা প্রায় দুই কোটি ২২ লাখ। কিন্তু এর মধ্যে অর্ধেক ফলোয়ারই ভুয়া।
স্পার্কটোরো জানিয়েছে, তাদের একটি অডিট টুল রয়েছে, যার মাধ্যমে তারা জানতে পেরেছে যে, টুইটারে বাইডেনের ফলোয়ারের মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশই ভুয়া। স্থান, প্রোফাইলের ছবি এবং নতুন ব্যবহারকারী এসব বিষয়ের ওপর ভিত্তি করে টুইটার অ্যাকাউন্টগুলো যাচাই করা হয়েছে।
যদিও যে কোনো টুইট ব্যবহারকারীই স্পার্কটোরোর টুল ব্যবহার করে তাদের ভুয়া ফলোয়ার যাচাই করতে পারবে। তবে বাইডেনের অ্যাকাউন্টের বিষয়ে প্রতিষ্ঠানটি যে দাবি করেছে তা কতটুকু সঠিক সেটা পরিষ্কার নয়।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড