মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি
বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এবং বিপজ্জনক শিপিং লেনগুলোর একটি ইংলিশ চ্যানেল। সোমবার (২ মে) প্রায় ৩০০ অভিবাসী ছোট ছোট নৌকায় চেপে চ্যানেলটি পাড়ি দিয়ে ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মিডিয়া বিবিসি নিউজ।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২৯৩ জন অভিবাসী ছোট ছোট ৯টি নৌকায় চেপে ব্যাংক হলিডের দিনে ডোভারে ভেসে এসেছেন।
এর আগে রবিবার ২৫৪ জন অভিবাসী ডোভারে এসে পৌঁছান। গত ১১ দিনে তাদের পৌঁছানোর ঘটনাই প্রথম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল।
বিশ্লেষকদের মতে, গত মাসে ব্রিটেন সরকার একটি পরিকল্পনা প্রকাশ করে। যেখানে বলা হয়- কিছু আশ্রয় প্রত্যাশীকে ওয়ানওয়ে টিকিট দিয়ে রুয়ান্ডায় পাঠানো হবে।
আরও পড়ুন : ইউক্রেনে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণার পথে পুতিন
উল্লেখ্য, অনেক অভিবাসী বিশ্বের কিছু দরিদ্র এবং গোলযোগপূর্ণ রাষ্ট্রগুলো থেকে এসেছেন। অনেকে ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার পর আশ্রয়ের প্রার্থনা করেছেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড