• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক নিখোঁজ : সৌদি বাদশাহর সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ১৫:১৫
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি বাদশাহ সালমান
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। (ছবি : সম্পাদিত)

ভিন্ন মতাবলম্বী প্রখ্যাত সংবাদকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক জামাল খাসোগি নিখোঁজের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সে সময় বিষয়টি তুরস্ক এবং সৌদি আরব যৌথভাবে তদন্ত করবে বলেও মত দেন উভয় নেতা। খবর আল-জাজিরা।

আল-জাজিরা বলছে, শনিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে মুসলিম বিশ্বের এ দুই নেতা ফোনালাপ করেন বলে জানা যায়। এর আগে, সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না পেলে কনস্যুলেটটির প্রধানসহ দেশটির কূটনীতিকদের তুরস্ক থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেয় আঙ্কারা।

সংবাদে আরও বলা হয়, তুর্কি কর্মকর্তারা রবিবারের (১৪ অক্টোবর) ভেতর সৌদি কনস্যুলেট ভবন এবং কনসাল জেনারেলের বাড়ি তল্লাশির জন্য দেশটির তদন্তকারীদের প্রবেশের অনুমতি চেয়েছিলেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ হন রাজপরিবারের তীব্র সমালোচক এবং প্রখ্যাত সাংবাদকর্মী জামাল খাসোগি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড