আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার হামলায় উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়া। তিনি বলেন, ইউক্রেনে রুশ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটি একটি ট্র্যাজেডি।
শনিবার (২ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে ইউক্রেনে রুশ হামলার ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কামার বাজওয়া বলেন, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ যথাযথ। কিন্তু তা সত্ত্বেও ছোট দেশে রাশিয়ার আগ্রাসন গ্রহণযোগ্য নয়।
পাকিস্তানের সেনা প্রধান বলেন, সংঘাত শুরুর পর থেকে পাকিস্তান অবিরত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। সংঘাত বন্ধে আমরা সকল পক্ষের মধ্যে দ্রুত সংলাপ সমর্থন করি।
তিনি বলেন, রাশিয়ায় ইউক্রেনের আক্রমণ খুবই দুঃখজনক, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংঘাত ক্ষুদ্র কিন্তু তৎপর বাহিনী এবং সমরাস্ত্রের কিছু বাছাইকৃত আধুনিকায়নের মাধ্যমে ছোট দেশগুলো তাদের ভূখণ্ড প্রতিরোধ করতে পারে সেই আশা দিয়েছে।
বাজওয়া আরও বলেন, স্বাধীনতার পর থেকে ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের সুন্দর প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করেছে। কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক বেশ কিছু কারণে দীর্ঘদিন শীতল ছিল। যদিও সাম্প্রতিক সময়ে সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে।
ওডি/জেআই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড