• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কানাডার প্রধানমন্ত্রী দাঁড়িয়ে! চেয়ারে ওটা কে?

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, ০৬:১৭
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চেয়ারে আয়েশি ভঙ্গিমায় বসা তার মেয়ে এলা গ্রেস ট্রুডো। (ছবিসূত্র : টুইটার)

জাস্টিন ট্রুডো হচ্ছেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। ছবিতে যেই চেয়ারটি দেখা যাচ্ছে, সেখানে বসার কথা ছিল তার। কিন্তু তিনি আছেন দাঁড়িয়ে। অন্যদিকে এই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে মাত্র ৯ বছর বয়সী একটি কন্যাশিশু! যেনতেন ভাবে বসা নয়, দুই পা টেবিলে উপরে তুলে আয়েশি ভঙ্গিমায় বসা। যেন প্রধানমন্ত্রীর এই চেয়ারটি শুধু তার জন্যই সেখানে রাখা হয়েছে!

এই শিশুটির নাম এলা গ্রেস মার্গারেট ট্রুডো। সে প্রধানমন্ত্রী ট্রুডোরই সন্তান। ছবিটি কানাডার এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। শুধু প্রকাশ না, তিনি এই ছবিটি তার নিজের ফেসবুকের ‘কভার ফটো’ হিসেবেও ব্যবহার করছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ছিল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। মূলত বিশ্ববাসীকে এই দিবসটির কথা মনে করিয়ে দিতেই এমন একটি ছবি প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো। ছবিতে ক্যাপশনে ট্রুডো লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।’

পরে ছবির মন্তব্যে তিনি বলেন, ‘দিনটি আমাদের কন্যা, বোন, ভাতিজি এবং নাতনিদের। নিশ্চিত করতে হবে এমন একটা পৃথিবী যেখানে তাদের কথাটা শোনা হয়। তারা যেন তাদের স্বপ্ন পূরণের জন্য সব ধরণের সহযোগিতা পায়।’

উল্লেখ্য, শুধু তাই না এই দিবসটি উপলক্ষে একটি বিবৃতিও দিয়েছেন ট্রুডো। সেখানে তিনি বলেছেন, ‘কানাডাসহ সারা বিশ্বকে এগিয়ে যাওয়ার জন্য নারীরা নিজেদের পরিবর্তন করার পাশাপাশি সমাজকে বদলে দিচ্ছে। তারা দেখিয়েছে পর্যাপ্ত সুযোগ এবং সমর্থন পেলে তারা সর্বোচ্চটুকু অর্জন করতে পারবে, আমাদের পৃথিবীকে তারাই বদলে দিতে পারবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড