আন্তর্জাতিক ডেস্ক
২০৪৭ সালের মধ্যে নতুন ভারত তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০৪৭ সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে আমাদের সরকার। স্বাধীনতার ১০০ বছরে এটাই অঙ্গীকার হবে।
রবিবার (২৩ জানুয়ারি) নয়া দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রাম মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন।
তিনি বলেন, ইন্ডিয়া গেটে নেতাজির যে মূর্তি স্থাপন করা হয়েছে, তা ভারতবাসীর শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সম্পর্কিত ফাইল উন্মোচন করতে পেরেছে সরকার এটা আমাদের সৌভাগ্যের। নেতাজি ব্রিটিশ শক্তির কাছে কোনোদিন মাথানত করেননি। এই যে নেতাজির মূর্তি তা গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করবে, পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতের মহানায়কের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে নেতাজির বাণী স্মরণ করেন তিনি। দিল্লির বুকে নেতাজির মূর্তি কার্যত দিশা দেখাবে আগামী প্রজন্মকে এমনটাই উঠে এসেছে মোদীর বক্তব্যে।
নরেন্দ্র মোদী বলেন, ‘বিশ্বের কোনো শক্তি নেই ভারতকে নড়াতে পারে’- এমনটাই বলেছিলেন নেতাজি।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড