আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতিতে লকডাউন জারি করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) থেকে দেশটিতে লকডাউন শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কিরিবাতি সরকারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জনগণকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে।
ফিজি থেকে কিরিবাতির একটি ফ্লাইটের ৩৬ জন যাত্রীর মধ্যে করোনা শনাক্ত হয়। এছাড়া দেশটিতে কমিউনিটি ট্রান্সমিশন থেকে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত সপ্তাহের আগ পর্যন্ত কিরিবাতিতে দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।
কিরিবাতি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ। দেশটির আয়তন ৫ হাজার কিলোমিটার। কিরিবাতির জনসংখ্যা এক লাখ ২০ হাজার।
গত মঙ্গলবার কিরিবাতির সরকারের পক্ষ থেকে বলা হয়, ফিজি থেকে কিরিবাতির একটি ফ্লাইটের ৫৪ জন যাত্রী থেকে ৩৬ জনের করোনা শনাক্ত করা হয়। সব যাত্রীদের পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য কর্মকর্তারা। যাত্রীদের সবারই টিকা দেওয়া ছিল। তবে এই লকডাউন কত দিন চলবে তা কিরিবাতি সরকার জানায়নি।
একটি ফেসবুক বার্তায় কিরিবাতির প্রেসিডেন্ট তনেতি মামাউ বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো সম্পূর্ণ ডোজ টিকা। নিজেদের ও পরিবারকে রক্ষা করার জন্য জনসাধারণকে টিকার সম্পূর্ণ ডোজ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
কিরিবাতিতে কতজন মানুষ সম্পূর্ণ ডোজ টিকা পেয়েছেন তা জানা যায়নি।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড