আন্তর্জাতিক ডেস্ক
মহামারি করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিন দেশটিতে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। আর মারা যাচ্ছেন হাজার হাজার।
যদিও মার্কিন রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে সংক্রমণে উল্লম্ফন ঘটলেও করোনায় সাম্প্রতিক মৃত্যুহার বৃদ্ধির জন্য মূলত দায়ী প্রাণঘাতী ভাইরাসটির অতি সংক্রামক ধরন ডেল্টা।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী- গেল এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫৫ লাখ ২৪ হাজার ৭৬৬ জন। আর প্রাণঘাতী এ রোগের থাবায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৬৭ জনের।
যদিও এর আগের সপ্তাহে দেশটিতে নতুন কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন। এমনকি সে সময় মৃত্যু হয়েছিল আট হাজার ৮০৭ জনের।
শতকরা হিসাবে দেখা গেছে- মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুহার ৪০ শতাংশ বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে দেশটিতে প্রতিদিন গড়ে দেড় হাজারেরও অধিক মানুষ ভাইরাসটির থাবায় মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন : কয়লা রফতানির নিষেধাজ্ঞা তুলছে না ইন্দোনেশিয়া
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিডিসির পরিচালক রশেল ওয়ালেনস্কি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টির সম্পর্কে বলেছিলেন, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে কয়েকজন এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন- এটি সত্য; কিন্তু আমাদের বিশ্বাস, গত কয়েক সপ্তাহ যাবত দেশে যে উচ্চ মৃত্যুহার দেখা যাচ্ছে, তার জন্য দায়ী কেবল ডেল্টা।
কিন্তু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা যে ওমিক্রনের কারণে বৃদ্ধি পেয়েছে, পরবর্তীকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা স্বীকার করেছেন সিডিসির পরিচালক। এ সম্পর্কে তিনি মনে করেন, বর্তমানে যারা মহামারি করোনা থাবায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে ৯০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন।
সিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় দেড় লাখ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছেন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার রোগী হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন : মালয়েশিয়ায় কর্মী নিয়োগ : শীঘ্রই ঘোষণা আসছে অনলাইন আবেদনের
উল্লেখ্য, ২০২০ সালে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে মোট সংক্রমিত ও মৃত্যুর হিসাবে বিশ্বের সকল দেশের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। রোগটিতে ছারখার হয়ে যাওয়া এই দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৪০৯ জন। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৯১ জনের।
সূত্র : রয়টার্স
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড