• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জর্ডানের পার্লামেন্ট ভবনে হাতাহাতি

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৭
জর্ডানের পার্লামেন্ট ভবনে হাতাহাতি
জর্ডানের পার্লামেন্ট ভবনে হাতাহাতি করছেন সংসদ সদস্যরা (ছবি : আল-জাজিরা)

সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটার পর পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়।

বুধাবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের সেই হাতাহাতির ভিডিয়ো ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্পিকার আবদেল কারিম আল-দাগমি ও ডেপুটিদের মধ্যে তর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরে এতে পক্ষে-বিপক্ষের সংসদ সদস্যরাও নিজেদের জড়িয়ে নেন।

আরও পড়ুন : সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮

জানা গেছে, সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে বিতর্কের এক পর্যায়ে সংকটময় এমন পরিস্থিতি দেখা দেয়। হাতাহাতির ঘটনার পর স্পিকার বেরিয়ে গেলে বুধবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড