• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সুদানে সাম্প্রদায়িক সহিংসতায় ২৪ গ্রামবাসী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৯
সুদানে সাম্প্রদায়িক সহিংসতায় ২৪ গ্রামবাসী নিহত
হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন গ্রামবাসী (ছবি : আফ্রিকান টাইমস)

আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ সুদানে আন্তঃ সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২৪ গ্রামবাসীর প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক। রবিবার (৫ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর এলাকায় আরব এবং অ-আরব সম্প্রদায়গুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।

মানবিক সহায়তা প্রদানকারী একটি সংস্থার বরাতে সেদিন এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে গত নভেম্বর মাসে দারফুর অঞ্চলে পশুপালকদের মধ্যকার টানা কয়েকদিনের সংঘাতে ৩৫ জন গ্রামবাসী নিহত হয়েছিলেন।

দারফুরের উদ্বাস্তু ও শরণার্থীদের জেনারেল কোঅর্ডিনেশনের মুখপাত্র আদম রিগাল বলছেন, শনিবার রাতে পশ্চিম দারফুর প্রদেশের ক্রিন্ডিং আশ্রয় শিবিরে দুজন ব্যক্তির মধ্যে আর্থিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই ঘটনা নিয়েই পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পশ্চিম দারফুর প্রদেশের ওই আশ্রয় শিবিরে মূলত উদ্বাস্তুরাই বসবাস করেন।

রিগাল জানিয়েছেন, শনিবার রাতের ওই ঘটনা নিয়ে রবিবার খুব সকালে ওই ক্যাম্পে আক্রমণ চালায় আরব যোদ্ধারা। পপুলার ডিফেন্স ফোর্স নামে পরিচিত ওই যোদ্ধারা আশ্রয় শিবিরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে। ভয়াবহ এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হন।

বিশ্লেষকদের মতে, প্রাদেশিক রাজধানী জেনেনা থেকে প্রায় চার কিলোমিটার (২.৫ মাইল) পূর্বে অবস্থিত ওই আশ্রয় শিবিরটি। এখানে দীর্ঘদিন যাবত আফ্রিকান মাসালিত উপজাতির সদস্যরা বসবাস করেন। দারফুর সংকটের কারণেই তারা ঘরবাড়ি হারিয়েছেন এবং ওই আশ্রয় শিবিরে বসবাস করছেন।

আরও পড়ুন : অভিবাসীদের ঠেকাতে ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

অবশ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে দারফুরের ক্রিন্ডিং অঞ্চলে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নতুন নয়। গত মাসে সেখানকার জেবেল মুন এলাকায় জমি নিয়ে আরব এবং অ-আরব সম্প্রদায়গুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছিলেন। সে ঘটনায় আহত হয়েছিলেন আরও ১২ জন।

এছাড়া নভেম্বরের তৃতীয় সপ্তাহে সুদান ও তার প্রতিবেশী দেশ চাদের সীমান্তবর্তী জেবেল মুন পার্বত্য এলাকায় আরব জাতিভুক্ত পশুপালক ও সুদানের স্থানীয় জনগোষ্ঠীভুক্ত পশুপালকের মধ্যে সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছিলেন। সে সময় ওই এলাকার ১৬টি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়।

১৬ বছর যাবত চলা গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত অবস্থায় পৌঁছেছে সুদানের পশ্চিম দারফুর। সুদানের তৎকালীন সরকার ওমর আল বশিরের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগে ২০০৩ সালে বিদ্রোহ ঘোষণা করে স্থানীয় একাধিক সশস্ত্র সংগঠন। ২০১৯ সালে বশিরের পদত্যাগ ও কারাবরণের মধ্যে দিয়ে শেষ হয় এই গৃহযুদ্ধ।

আরও পড়ুন : করোনায় ৫২ লাখ ৭০ হাজার মৃত্যু দেখল বিশ্ব

জাতিসংঘের তথ্য মতে, দীর্ঘ ১৬ বছরের বেশি সময় যাবত চলা ওই গৃহযুদ্ধে দারফুরে মারা গেছেন তিন লাখেরও অধিক মানুষ। এতে বাস্তুচ্যুত হয়েছেন ২৫ লাখেরও বেশি বেসামরিক জনগণ। অবশ্য গৃহযুদ্ধ শেষ হলেও নানা বিষয়ে প্রায়ই আরব এবং অ-আরব সম্প্রদায়গুলোর মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার ঘটনা খুবই সাধারণ একটি বিষয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড