• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইহুদিদের ভুল ভাঙ্গাতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিশর

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২১, ২১:০১
পবিত্র কোরআন পাঠ করা হচ্ছে
পবিত্র কোরআন পাঠ করা হচ্ছে। (ছবি: সংগৃহীত)

হিব্রু ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। শ্রেষ্ঠ এ গ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা ভুল ব্যাখ্যা দেওয়ায় মিসর এ উদ্যোগ নিয়েছে।

মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় গত বুধবার এ প্রকল্প গ্রহণের কথা জানায়।

মিসরের ওই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুাদরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে। এ কারণে তারা ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নিয়েছে।

মিসরের সরকারি এ প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি-আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা। এ কারণে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মাধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিসর এ উদ্যোগ নিয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড