• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লন্ডনের পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরিধানে কঠোর নির্দেশনা

  মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২১, ১৩:০৬
লন্ডনের পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরিধানে কঠোর নির্দেশনা
লন্ডনের পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরিহিত যাত্রীরা (ছবি : সিবিএস নিউজ)

যুক্তরাজ্যের লন্ডন শহরে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে চেপে যাত্রার সময় ফেস মাস্ক পরিধানে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। মহামারি করোনা ভাইরাসের এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে জনসাধারণকে রক্ষার জন্য সকল পাবলিক ট্রান্সপোর্টে ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে ব্রিটেন সরকার।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে স্টেশনের ভিতরে, ট্যাক্সিতে এবং ব্যক্তিগত গাড়িতে মাস্ক পরিধান না করলে যাত্রীদের ২০০ থেকে ছয় হাজার ৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হবে। যদিও পরবর্তী ১৪ দিনের মধ্যে তা প্রদান করা হলে ১০০ পাউন্ড হ্রাস করা হবে বলে পরিবহন বিষয়ক সরকারি ওয়েবসাইটে জানানো হয়।

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন : https://tfl.gov.uk/campaign/face-coverings

এতে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্টে এবং ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়ার যানবাহনে মুখ নাক ঢেকে রাখতে হবে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত বেড়ে ১৩

কেউ যদি তা না মানেন, তাহলে তাকে ভ্রমণ থেকে বঞ্চিত করা হতে পারে, অথবা ন্যূনতম ২০০ পাউন্ড জরিমানা করা হবে। ১৪ দিনের ভিতর এ জরিমানা পরিশোধ করলে ১০০ পাউন্ড দিতে হবে। পরে বারংবার ধরা পড়লে প্রতিবার মুখ নাক ঢেকে না রাখায় দ্বিগুণ জরিমানা হবে এবং ছয় হাজার ৪০০ পাউন্ড পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করবে সরকারের দায়িত্বরত ব্যক্তিরা।

এতে বলা হয়েছে, ১১ বছরের কম বয়সী শিশু ও স্বাস্থ্যগত অসামর্থ্যের কারণে মাস্ক পরিধানের ব্যাপারে ছাড় দেওয়া হতে পারে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, যেসব যাত্রী মুখে মাক্স পরিধান করতে ব্যর্থ হবেন তাদের জরিমানা দিতে হবে। আমরা চাই সবাই সরকারি নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন : অভিবাসীদের ঠেকাতে ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

উল্লেখ্য, ট্রান্সপোর্ট এনফোর্সমেন্ট অফিসাররা গত শনিবার লন্ডনের স্ট্র্যাটফোর্ড, ক্যানিং টাউন এবং ভিক্টোরিয়া ফ্রেন্ড স্টেশনগুলোতে যাত্রীদের মাক্স পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। রাজধানীজুড়ে বাস, ট্রাম এবং ডিএলআর ট্রেনেও টহল জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড