• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনঋদ্ধ আর নেই

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২১, ০৯:৫০
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনঋদ্ধ আর নেই
সদ্য প্রয়াত কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনঋদ্ধ (ছবি : বিবিসি নিউজ)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার যুবরাজ ও সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনঋদ্ধ মারা গেছেন। দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, রবিবার (২৮ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী রনঋদ্ধ ফ্রান্সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দেশটির এই যুবরাজের রাজকীয় রাজনৈতিক দল ১৯৯৩ সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন। সে সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন রনঋদ্ধ। ১৯৯৭ সালে জোটসঙ্গী এবং প্রতিদ্বন্দ্বী হুন সেনের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন রনঋদ্ধ। মূলত এরপর থেকে দীর্ঘ ২০ বছরের বেশি সময় যাবত দেশটির প্রধানমন্ত্রী পদে রয়েছিলেন হুন সেন।

কম্বোডিয়ার তথ্যমন্ত্রী খিউ কানহারিথ বলেছেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে নরোদম রনঋদ্ধ মৃত্যুবরণ করেছেন বলে রাজ প্রাসাদ থেকে তথ্য পেয়েছেন তিনি। গেল কয়েক দশকে কম্বোডিয়ার রাজপরিবারের অন্যতম রাজনৈতিক সদস্য ছিলেন রনঋদ্ধ। ক্ষমতাচ্যুত হওয়ার পর বছরের পর বছর যাবত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজকীয় ফানসিনপেক পার্টির নেতৃত্ব প্রদান করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ২০১৭ সালে বিরোধী হুনসেনের সঙ্গে কাজের বিকল্প নেই বলে রনঋদ্ধ মন্তব্য করায় ফানসিনপেক পার্টির কর্মী-সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। হুন সেন দেশটির সব বিরোধী রাজনৈতিক দলকে কৌশলে দূরে সরিয়ে দেন।

আরও পড়ুন : জেরুজালেমে আরও ৩ হাজার বসতি নির্মাণের পথে ইসরায়েল

উল্লেখ্য, বর্তমানে কম্বোডিয়ার একদলীয় সংসদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন হুন সেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড