• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেকর্ড দামে আইনস্টাইনের পাণ্ডুলিপি বিক্রি

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২১, ০৯:৫০
রেকর্ড দামে আইনস্টাইনের পাণ্ডুলিপি বিক্রি
থিয়োরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের জনক অ্যালবার্ট আইনস্টাইনের ছবি ও তার পাণ্ডুলিপি (ছবি : বিবিসি নিউজ)

থিয়োরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের জনক বলতে সকলে এক নামে অ্যালবার্ট আইনস্টাইনকেই বুঝে। দুনিয়া বদলে দেওয়া বিখ্যাত এই তত্ত্বের উৎস যে পাণ্ডুলিপি; এবার তা বিক্রি হলো অবাক দামে। সম্প্রতি ফ্রান্সের প্যারিস শহরে নিলামে তোলা হয়েছিল বিরল ওই পাণ্ডুলিপিটি।

৫৪ পাতার ওই পাণ্ডুলিপিটি ঘিরে নিলামের শুরু থেকেই কৌতূহল ছিল। ধারণা করা হচ্ছিল, সাড়ে তিন মিলিয়ন ডলারের মতো দাম উঠতে পারে ওই পাণ্ডুলিপির। যদিও সেই অনুমানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তা বিক্রি হলো ১৩ মিলিয়ন ডলারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ১১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

ব্রিটিশ নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ অবশ্য বলছে, কে ওই পাণ্ডুলিপিটি কিনলেন তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে।

কতটা গুরুত্বপূর্ণ এই পাণ্ডুলিপি?

ক্রিস্টিজ জানায়, আইনস্টাইন তার কাজের প্রাথমিক খসড়া আলাদা করে সংরক্ষণ করতেন না। কাজ মিটলেই সেটির অবস্থান হতো ময়লার ঝুড়িতে। এই পাণ্ডুলিপিটিরও সেই অবস্থাই হয়েছিল। পরবর্তীকালে মহাকর্ষ সম্পর্কে চিরকালীন ধারণাকে আমূল বদলে দেবে যে তত্ত্ব। মূলত তারই আগাম গবেষণার সাক্ষী হিসেবে ওই ৫৪ পাতার পাণ্ডুলিপিটির গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন : ফের মুখোমুখি মোদী-মমতা

ক্রিস্টিজ দাবি করছে, বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নথি। আইনস্টাইনের লেখা আর কোনো পাণ্ডুলিপির এতো দাম আগে কখনো ওঠেনি।

যদিও পাণ্ডুলিপির পুরোটাই আইনস্টাইনের নিজের হাতে লেখা নয়। ২৬ পাতা লিখেছিলেন নোবেলজয়ী বিজ্ঞানী। বাকিটা লিখেছিলেন তার বন্ধু মিশেল বেসো। শেষ পর্যন্ত বেসোর উদ্যোগেই সংরক্ষিত হয়েছিল পাণ্ডুলিপিটি।

আরও পড়ুন : মুক্তি পেলেন সায়নী ঘোষ

জ্যোতি র্পদার্থবিদ এটিন্নে ক্লেইন বলছেন, এই পাণ্ডুলিপি থেকে পরিষ্কার, রাতারাতি তার জগদ্বিখ্যাত থিউরিকে প্রমাণ করতে পারেননি আইনস্টাইন। ওই সত্যের কাছে পৌঁছতে যে দীর্ঘ পরিশ্রম করতে হয়েছিল তারই প্রমাণ ছড়িয়ে রয়েছে ওই পাণ্ডুলিপির পাতায় পাতায়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড