• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ২ 

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ১৪:৫১
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ২ 
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন লোকজন (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন আরও সাতজন।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানানো হয়, বুধবার (২৪ নভেম্বর) সিরিয়ার হমস শহরের আকাশে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের আক্রমণটি সফলতার সঙ্গে প্রতিরোধ করেছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়, দেশের মধ্যাঞ্চলের কয়েকটি অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পরবর্তীকালে সিরিয়ান এয়ার ডিফেন্স তার জবাবও দিয়েছে।

এসব হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক বেসামরিক ও ছয় সৈন্য আহত হয়েছেন বলে খবরে জানানো হয়। ভয়াবহ সেই ঘটনায় বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

যদিও এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের মন্তব্য আসেনি বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

আরও পড়ুন : ইয়েমেনে ১৩ লাখ মানুষের মৃত্যুশঙ্কা জাতিসংঘের

উল্লেখ্য, সিরিয়া ও ইসরায়েল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক বছর যাবত ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড