• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সার্বিয়ায় রকেট ইঞ্জিন কারখানায় বিস্ফোরণে নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ১৩:৫৩
সার্বিয়ায় রকেটের ইঞ্জিন তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ২
বিস্ফোরণের পর রকেটের ইঞ্জিন তৈরির কারখানা থেকে ধোঁয়া উড়ছে (ছবি : এবিসি নিউজ)

সার্বিয়ায় একটি রকেটের ইঞ্জিন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানী বেলগ্রেডের ঠিক বাইরে শহরতলির দক্ষিণাঞ্চলে অবস্থিত কারখানাটিতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ দিকে ভয়াবহ ওই বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। এতে আহত হন আরও ১৬ জন। বুধবার (২৪ নভেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে জার্মান মিডিয়া ডয়েচে ভেলে।

প্রতিবেদনে জানানো হয়, কারখানার যেখানে রকেটের ইঞ্জিনগুলো রাখা ছিল, সেই স্থানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই কারখানায় টার্বোজেটসহ বিভিন্ন ধরনের রকেট ইঞ্জিন তৈরি করা হতো বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ডয়েচে ভেলে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় সেখানকার অগ্নিনির্বাপণ দফতরের কাছে প্রথম ফোন আসে। এই কারখানাটি দেশটির রাজধানী বেলগ্রেডের মূল শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। ওইদিন কারখানার রকেট জ্বালানি কেন্দ্রে প্রথম বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়ার

পুলিশ জানিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়, সেখানে প্রায় ৫০০টি রকেট ইঞ্জিন রাখা ছিল। প্রতিটির মধ্যে ৩০ কেজি করে বিস্ফোরক ছিল।

সার্বিয়ার অগ্নিনির্বাপণ দফতরের প্রধান জানিয়েছেন, আহতদের খোঁজে তল্লাশি চলছে। পুরো এলাকা তারা ঘুরে দেখছেন। এছাড়া উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন : ফ্রান্সে অভিবাসী পাচারচক্রের ১৫ সন্দেহভাজক আটক

এ দিকে বিস্ফোরণের সময় ৪০ জন কর্মী কারখানার ভেতরে ছিলেন বলে আরটিএস টিভি জানিয়েছে। উদ্ধারের পরপরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। যেখানে ইঞ্জিনগুলো রাখা ছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গছে। সেখানে মাটিতে গভীর গর্তও সৃষ্টি হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড