• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারাগারে চাপ বাড়ায় কয়েদিদের ক্ষমা করছে ইকুয়েডর

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ০৯:৩০
কারাগারে চাপ বাড়ায় কয়েদিদের ক্ষমা করছে ইকুয়েডর
ইকুয়েডরের কারাগারে ঘুমন্ত অবস্থাতে কয়েদিরা (ছবি : বিবিসি নিউজ)

কারাগারে থাকা কয়েদিদের উপচে পড়া ভিড় সামলাতে কিছু বন্দিকে ক্ষমা করে দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের সরকার। সোমবার (২২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতিতে তথ্যটি জানানোর পর মঙ্গলবার (২৩ নভেম্বর) কয়েকজন কয়েদিকে ক্ষমাও করে দেওয়া হয়।

বুধবার (২৪ নভেম্বর) ইকুয়েডরের প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, এবার ঠিক কোন ধরনের অপরাধীদের ক্ষমা করার তালিকায় ফেলা হয়েছে, সে সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য অবশ্য দেননি ওই কর্মকর্তা। এমনকি কত সংখ্যক অপরাধীকে এবার ক্ষমা করা হচ্ছে এবং মঙ্গলবার এই ক্ষমার আওতায় কতজনকে মুক্তি দেওয়া হয়েছে- তাও জানাননি তিনি।

কিন্তু তিনি বলেছিলেন, গুরুতর নয়- এমন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদেরই ক্ষমা করছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।

আরও পড়ুন : সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ

একই সঙ্গে যারা নিজেদের অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের।

সরকারি তথ্য অনুযায়ী- ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণ ক্ষমতা ৩৯ লাখ। তবে দেশটির কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে ৩০ শতাংশ বেশি কয়েদি অবস্থান করছে।

আরও পড়ুন : বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় ৪৬ যাত্রী নিহত

প্রেসিডেন্টের দফতরের ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বর্তমানে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার ১৭০ জন কয়েদি বন্দি আছেন। তাদেরসহ সব বিদেশি কারাবন্দিদের দ্রুত নিজেদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড