• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও প্রেসিডেন্ট হতে চান বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১৫:১৭
আবারও প্রেসিডেন্ট হতে চান বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিবিএস নিউজ)

২০২০ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর এখনো প্রথম বছর শেষ করতে পারেননি তিনি। এরই মধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা জানিয়ে দিলেন মার্কিন ডেমোক্র্যাটিক দলের এই নেতা।

মূলত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি তার এই তথ্যটি সামনে এনেছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য ২০২৪ সালের নির্বাচনেও ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৯ বছর বয়সী জো বাইডেন।

রয়টার্স বলছে, গত কয়েক মাস যাবত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা আগের তুলনায় কম দেখা যাচ্ছে বলে সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি জরিপে ইঙ্গিত মিলেছে। আর তাই তিনি আরও চার বছরের জন্য প্রেসিডেন্টের পদে থাকতে চাইবেন না বলেই মনে করেছিলেন ডেমোক্র্যাট দলের অনেকে।

আরও পড়ুন : ভেনেজুয়েলার নির্বাচনে ফের মাদুরোর বাজিমাত

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে থ্যাংকস গিভিংয়ের এক অনুষ্ঠানে সোমবার প্রেসিডেন্ট বাইডেন যোগ দিতে যাওয়ার পর জেন সাকি বলেন, তিনি (জো বাইডেন) ফের নির্বাচনে লড়তে চান। এটিই তার ইচ্ছা।

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানায়, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয় কার্যত সবাইকে বিস্মিত করেছে। অপর দিকে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউজার্সি অঙ্গরাজ্যেও চমকে গেছে জো বাইডেনের দল। সেখানে বেশ অল্প ব্যবধানে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

এ দিকে বাইডেন যদি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আবির্ভূত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তার প্রতি মানুষের আস্থা নিয়েও এখন প্রশ্ন উঠছে। ইউএসএ টুডে এবং সাফলক ইউনিভার্সিটির সাম্প্রতিক এক যৌথ জরিপে কমলা হ্যারিসের প্রতি মাত্র ২৮ শতাংশ মানুষের আস্থার কথা উঠে এসেছে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু পৌনে ৫২ লাখ ছুঁইছুঁই

উল্লেখ্য, গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত শুক্রবারই প্রথমবারের মতো চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন জো বাইডেন। শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার কিছু সমস্যা ধরা পড়লেও তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফিট বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড