• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারস্য উপসাগরে ডিজেলবাহী জাহাজ আটক করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২১, ১৫:০৮
পারস্য উপসাগরে বিদেশি ডিজেলবাহী জাহাজ
পারস্য উপসাগরে বিদেশি ডিজেলবাহী জাহাজ। (ছবি: সংগৃহীত)

ডিজেল চোরাচালানের অভিযোগে পারস্য উপসাগরে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের রেভোল্যুশনারি গার্ড। আটক ওই জাহাজ থেকে পরিমান দেড় লক্ষ লিটারেরও বেশি ডিজেল উদ্ধার করা হয়েছে।

ইরানের রাষ্টায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রেভোল্যুশনারি গার্ডের কমান্ডার কর্নেল আহমেদ হাজিজান এ সম্পর্কে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, আটককৃত ওই জাহাজটি ডিজেল চোরাচালানের সঙ্গে জড়িত।’

ইতোমধ্যে জাহাজটির ১১ ক্রুয়ের সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে জাহাজটি কোন দেশের এবং এই বিপুল পরিমাণ ডিজেল কোথায় যাচ্ছিল- এ বিষয়ক কোনো মন্তব্য করেননি হাজিজান।

এ সম্পর্কে রেভোলুশনারি গার্ডের কমান্ডার বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য জানা যাবে। তার আগে এ নিয়ে মুখ খোলার উপায় নেই।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিপর্যস্ত অবস্থায় আছে ইরানের অর্থনীতি। দেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য জ্বালানি তেল রফতানির ওপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে।

আরও পড়ুন : ‘শরণার্থীদের ইইউ’তে পৌঁছতে সাহায্য করছে বেলারুশ’

এ পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ তেল চোরাচালান ও আটকের ঘটনাকে তাই ব্যাপক গুরুত্ব দিচ্ছে ইরানের সরকার।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড