• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত দখল অব্যাহত, এবার সীমান্তের ৬ কি.মি. ভিতরে চীনের গ্রাম

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২১, ১৩:০০
স্যাটেলাইট চিত্র
চীনের বানানো গ্রামের স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত

ভারতের ভূখণ্ডে চীনারা এবার আস্ত গ্রাম তৈরী করে ফেলেছে। সর্বভারতীয় এক টিভি চ্যানেলের প্রকাশ করা দুটো স্যাটেলাইট ছবিতে তারা দেখিয়েছে চীন ভারতের অরুনাচল প্রদেশের প্রায় ৬ কিলোমিটার ভিতরে প্রবেশ করে একটি গ্রাম তৈরী করেছে। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অরুণাচলের শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠল বেজিংয়ের বিরুদ্ধে।

স্যাটেলাইট ছবির প্রথমটি এই বছরের সেপ্টেম্বর মাসের। আর দ্বিতীয়টি ২০১৯ সালে মার্চ মাসের। তাতে দেখা যাচ্ছে, ২০১৯ সালে ছবিতে জনবসতি ছিল না। কিন্তু মাস দুয়েক আগের ছবিতে স্পষ্ট হচ্ছে ঘরবাড়ির ছবি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চীন সেনার এই গ্রাম তৈরির কথা রাত পর্যন্ত স্বীকার করেনি অরুণাচল প্রদেশ সরকার ও ভারতীয় সেনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও ভারতীয় সেনা সূত্রে দাবি করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বার্ষিক রিপোর্টেও ভারতীয় ভূখণ্ডে লালফৌজের বিরুদ্ধে সেই অভিযোগের স্বীকৃতি মিলেছে। এর মধ্যেই আর এক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শুধু অরুণাচল নয়, ডোকলামের কাছে ভুটান ভূখণ্ডেও গ্রাম তৈরি অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড