• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবমেরিন নিয়ে দক্ষিণ চীন সাগরে জাপান-যুক্তরাষ্ট্রের মহড়া

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২১, ১২:৩৯
সাবমেরিন নিয়ে দক্ষিণ চীন সাগরে জাপান-যুক্তরাষ্ট্রের মহড়া
বন্দরে নোঙর করা জাপানি সাবমেরিন (ছবি : রয়টার্স)

অত্যাধুনিক সাবমেরিন নিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পূর্ব এশিয়ার দেশ জাপান। গেল মঙ্গলবার যৌথ মহড়াটি সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়। দক্ষিণ চীন সাগরে এই দুই দেশের এ ধরনের মহড়া এবারই প্রথম।

জাপানি নৌবাহিনীর দাবি, শক্তিশালী সাবমেরিন ছাড়াও এবারের মহড়ায় দুইটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান অংশগ্রহণ করেছে। এতে মার্কিন নৌবাহিনীও একটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান পাঠিয়েছে।

দীর্ঘদিন যাবত দক্ষিণ চীন সাগরে নিজেদের উপস্থিতি জোরদার করছে এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীন। পর্যবেক্ষকরা বলছেন, টোকিও-ওয়াশিংটনের অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করা এবং অবাধ ও মুক্ত একটি ভারত-প্রশান্ত মহাসাগর অর্জনে দুই দেশের লক্ষ্য বাস্তবায়নই মহড়ার অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন : অভিবাসন প্রত্যাশীদের নৌকায় দমবন্ধ হয়ে ১০ জনের মৃত্যু

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে বেইজিংয়ের এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সূত্র : এনএইচকে

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড