• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জীবনের নিরাপত্তা চান বেনিয়ামিন নেতানিয়াহু

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২১, ১৯:৫০
বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। (ছবি: সংগৃহীত)

নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার। তাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জেরুজালেম পোস্ট।

বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করেছেন- তা এখনো চালু থাকুক।

জানা গেছে, মাত্র ছয় মাসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বরাদ্দ রয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার স্ত্রী ও দু’ছেলেও এ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। তবে রাষ্ট্রীয় এই নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আছে আর মাত্র এক মাস।

আরও পড়ুন : যারা আগুন নিয়ে খেলবে, তারা পুড়ে যাবে : শি জিনপিং

এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার আশঙ্কা করছে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আরও বাড়ানোর দাবি করছেন। কারণ, তারা নাকি এখন বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। যদিও এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও তার প্রশাসনের কোনো মন্তব্য করেনি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড