• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ চান ১০ হাজার অস্ট্রেলীয়

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২১, ১৭:১২
ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ চান ১০ হাজার অস্ট্রেলীয়
মানবদেহে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে (ফাইল ছবি)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব মোকাবিলায় বিশ্বব্যাপী কোভিড প্রতিরোধী টিকার গুরুত্ব অনেক বেশি। যদিও ভ্যাকসিন গ্রহণের পর অনেকেই নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন। এর ব্যতিক্রম হয়নি অস্ট্রেলিয়ায় বসবাসরত লোকজনের জন্যও। তবে করোনা টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগার পর দেশটির বহু লোক এবার ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড তথ্যটি সামনে এনেছে বলে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে মার্কিন মিডিয়া ব্লুমবার্গ।

অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে, করোনা টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগা ১০ হাজারেরও বেশি মানুষ দেশটির সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন। আর এতে করে টিকা কর্মসূচি পরিচালনা করতে অস্ট্রেলিয়ার সরকারের আরও ৩৭ মিলিয়ন মার্কিন ডলার বেশি ব্যয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১৮ কোটি টাকা।

সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণের পর বিরল কিন্তু উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হন অস্ট্রেলিয়ার ১০ হাজারের বেশি মানুষ। ফলে এর পরপরই তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর হাসপাতালে ভর্তি থাকার সময়টাতে অনেকের উপার্জন বন্ধ হয়ে যায়। মূলত এ কারণেই ক্ষতিপূরণ চেয়ে পরবর্তীকালে সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানান তারা।

আরও পড়ুন : আর্মেনিয়ার পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আজারি নাগরিক নিহত

ভ্যাকসিন গ্রহণের পর অসুস্থ হয়ে যাওয়া লোকজনের সম্ভাব্য ক্ষতিপূরণের অর্থ সর্বনিম্ন পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এর অর্থ, পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগা সকলের দাবি মেটাতে অস্ট্রেলিয়ার সরকারকে কমপক্ষে ৫০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয় করতে হবে।

অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটের তথ্য মোতাবেক, দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৬৮ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৯ হাজার মানুষ টিকার বিপরীত পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন বলে রিপোর্টে জানানো হয়।

আরও পড়ুন : দীর্ঘ বিরতির পর ফের প্রকাশ্যে কিম

উল্লেখ্য, টিকা গ্রহণের পর অস্ট্রেলীয়দের মধ্যে দেখা দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে- হাত কালশিটে হয়ে যাওয়া, মাথা ব্যথা, জ্বর এবং ঠাণ্ডা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড