• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জনগণ চাইলে’ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব : লিবিয়ার প্রধানমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২১, ১৫:২৫
‘জনগণ চাইলে’ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব : লিবিয়ার প্রধানমন্ত্রী
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ মুহাম্মদ দিবেইবাহ (ছবি : দ্য ডেইলি সাবাহ)

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জনগণ যদি চায় তাহলেই কেবল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল হামিদ মুহাম্মদ দিবেইবাহ।

তুর্কি মিডিয়া দ্য ডেইলি সাবাহর খবর অনুযায়ী, দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার একদিন পরই প্রধানমন্ত্রী এসব কথা বললেন।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানী ত্রিপলিতে জাতীয় যুব কাউন্সিল আয়োজিত সভায় প্রধানমন্ত্রী দিবেইবাহ শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে বলেন, এটি তোমাদের ওপর নির্ভর করছে। আমি নির্বাচনে অংশ নিই— তোমরা কি চাও নাকি চাও না?

এর পর তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে আমার অবস্থান আমি ‘যথাযথ সময়ে’ ঘোষণা করব।

আরও পড়ুন : মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজে শক্তিপ্রদর্শন করল তালেবান

লিবিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একটি স্বচ্ছ পার্লামেন্ট চাই, যে পার্লামেন্ট লিবিয়ার নাগরিকদের সেবা করবে এবং নির্বাচনের জন্য এমন আইন চাই, যাতে দেশের নাগরিকরা একমত হবে।

বিশ্লেষকদের মতে, দিবেইবাহ এখনো আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেননি। দেশটির বর্তমান নির্বাচনি আইন অনুসারে, প্রার্থিতা ঘোষণা দেওয়ার জন্য নির্বাচনের কমপক্ষে তিন মাস আগে থেকে তাকে সরকারি সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন : ইসরায়েলে ব্যাপক সাইবার আক্রমণ চালিয়েছে ‘মুসার লাঠি’

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের পর দেশটিতে এবারই প্রথম সরাসরি কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড