• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১৮৬ হুথি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০২১, ১৩:০৫
ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১৮৬ হুথি নিহত
বিমান হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হচ্ছে (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮৬ জন হুথি বিদ্রোহী যোদ্ধার মৃত্যু হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক লোক। শনিবার (১৩ নভেম্বর) দেশটির সিরওয়াহ ও আল-বায়দা জেলায় জোটের পক্ষ থেকে আক্রমণটি চালানো হয়।

আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, এবারের হামলায় বিধ্বস্ত উভয় এলাকাই ইয়েমেনের মারিব প্রদেশে অবস্থিত।

সৌদি জোট বলছে, শনিবার বিমান হামলার মাধ্যমে হুথি বিদ্রোহীদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় বাহিনীটিকে লক্ষ্য করে মোট ৪২টি বিমান হামলা চালানো হয়।

বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

আরও পড়ুন : সিয়েরা লিওনে তেল ট্যাংকার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৪

বিতর্কিত সেই অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসক গোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনো মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অপর দিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

উল্লেখ্য, ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং এক সময়ের সচ্ছল এই রাষ্ট্র।

আরও পড়ুন : বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান, আশঙ্কা পাকিস্তানের

জাতিসংঘ বলছে, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন।

সূত্র : এএফপি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড