• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে আইএস হামলায় ১১ গ্রামবাসী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১১:০৩
ইরাকে আইএস হামলায় ১১ গ্রামবাসী নিহত
আইএস হামলায় বিধ্বস্ত গ্রাম (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের একটি গ্রামে আক্রমণ চালিয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভয়াবহ এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন গ্রামবাসী নিহত হয়েছেন। হামলায় প্রাণ হারানোদের মধ্যে একজন নারীও রয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠীটির সদস্যদের চালানো হামলায় প্রাণহানির ঘটনাটি ঘটে।

বিবৃতির মাধ্যমে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে বলে বুধবার (২৭ অক্টোবর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জয়েন্ট অপারেশনস কমান্ডের বিবৃতিতে জানানো হয়, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামের নিরস্ত্র লোকজনের ওপর আক্রমণ চালায় আইএস জঙ্গিরা। এতে ১১ জন প্রাণ হারানোর পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।

এ দিকে বেশ কয়েকটি নিরাপত্তা ও মেডিকেল সূত্র রয়টার্সকে আগেই নিশ্চিত করেছিল, অজ্ঞাত বন্দুকধারীদের চালানো মঙ্গলবারের ওই হামলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : নিজের দাদাকেই খুন করতে চেয়েছিলেন সালমান

ইরাকি পুলিশ বলছে, সাধারণ গ্রামবাসীদের ওপর চালানো আক্রমণে বেশ কয়েকটি গাড়ি ও সেমি-অটোমেটিক বন্দুক ব্যবহার করেছিল জঙ্গিরা। এখন তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড