• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাপ্রতিষ্ঠান খুলল ভেনেজুয়েলায় 

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, ১০:৫১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলল ভেনেজুয়েলায় 
শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা (ছবি : সিবিএস নিউজ)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব শেষে দীর্ঘদিন পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলার জনগণ। সেই ধারাবাহিকতায় এবার খুলে দেওয়া হলো স্কুল-কলেজসহ সকল বিশ্ববিদ্যালয়। এতেই দেশটির লাখ লাখ শিক্ষার্থী শেষ পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছেন।

দেশটির টিচারর্স ফেডারেশনের এক কর্মকর্তা বলেছেন, আমাদের জন্য শ্রেণিকক্ষে ফিরে যাওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ, তবে সন্দেহও থেকেই যাচ্ছে।

সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী কারাকাসের স্কুলগুলোর সামনে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের দেখা গিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার পুনরায় স্কুল দেরিতে চালু করেছে নতুন করে সংক্রমণ আর টিকাদান কর্মসূচি গতিশীল না থাকায়। টুইট বার্তায় প্রেসিডেন্ট মাদুরো বলেছিলেন, উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে। স্বাভাবিক জীবনে ফিরতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বানও জানাচ্ছি।

ভেনেজুয়েলার যুবমন্ত্রী মারভিন মালডোনাডো বলেন, সারাদেশে ৮ দশমিক ৭ মিলিয়ন শিশু শ্রেণিকক্ষে ফিরেছে এবং ৩ দশমিক ১ মিলিয়ন শিক্ষার্থী এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরতে শুরু করেছেন।

আরও পড়ুন : ভয়াবহ খাদ্য সংকটে আফগানিস্তান

অভিভাবকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও করোনা ভাইরাসের শক্তিশালী ধরনের সংক্রমণের কারণে এক ধরনের আতঙ্ক থেকেই যাচ্ছে। এ দিকে আর্থিক সংকটের কারণে শিক্ষকদের বেতন পাওয়া নিয়েও এক ধরনের শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী- মহামারি কোভিডের সংক্রমণ শুরুর পর থেকে ভেনেজুয়েলায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত চার লাখের বেশি দাঁড়িয়েছে। আর মারা গেছেন চার হাজার আটশর অধিক মানুষ। দেশটিতে পুরোপুরি করোনার টিকাদান সম্পন্ন হয়েছে ২২ শতাংশের কম।

যদিও কারাকাস সরকারের দাবি, ২৮ দশমিক ৭ মিলিয়ন মানুষের মধ্যে এরই মধ্যে ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করেছে ৫৬ শতাংশ।

আরও পড়ুন : কঙ্গোতে অজানা রোগের থাবায় ১৬৫ জন শিশুর মৃত্যু

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

সূত্র : আল-জাজিরা

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড