• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চার তারকার ট্রান্সজেন্ডার অ্যাডমিরাল পেল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২১, ১৪:৫২
চার তারকার ট্রান্সজেন্ডার অ্যাডমিরাল পেল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র চার তারকার বিশিষ্ট ট্রান্সজেন্ডার অ্যাডমিরাল ড. র‍্যাচেল লেভিন (ছবি : সিবিএস নিউজ)

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো চার তারকা কর্মকর্তা হিসেবে শপথ গ্রহণ করেছেন একজন ট্রান্সজেন্ডার। সহকারী স্বাস্থ্যমন্ত্রী ড. র‍্যাচেল লেভিন এখন দেশটির সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত সামরিক দলের একজন অ্যাডমিরাল।

প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া ড. র‍্যাচেল লেভিন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কর্মরত প্রথম ট্রান্সজেন্ডার। মঙ্গলবার (১৯ অক্টোবর) শপথ নেওয়ার সময় তিনি সেই মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেন।

ড. র‍্যাচেল লেভিন হাভার্ড কলেজ এবং তুলানে ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের স্নাতক করেছেন। এর আগে তিনি শিশু বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত সৈন্যদলে প্রায় ছয় হাজার উর্দিধারী কর্মকর্তা রয়েছেন। মহামারি করোনা ভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগের মতো স্বাস্থ্য সংকট মোকাবিলার দায়িত্ব তাদের।

ড. র‍্যাচেল লেভিনের নিয়োগকে জাতি হিসেবে সমতা গড়ার লক্ষ্যে এক বিরাট পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা। সহকারী স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ পাওয়ার আগে ড. র‍্যাচেল পেনসিলভানিয়ার ফিজিশিয়ান জেনারেল এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্যাপক আফিম অ্যাডিকশনের মতো ইস্যু নিয়ে কাজ করেছেন।

আরও পড়ুন : হাইতিতে মার্কিন মিশনারি দলকে অপহরণ

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে সহকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। গুরুত্বপূর্ণ সেই পদে তিনি এখনো বহাল আছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড