• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : অলৌকিকভাবে ২১ আরোহীর প্রাণ রক্ষা

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২১, ১০:৫১
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : অলৌকিকভাবে ২১ আরোহীর প্রাণ রক্ষা
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : অলৌকিকভাবে ২১ আরোহীর প্রাণ রক্ষা (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। যদিও এই দুর্ঘটনার পর অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানটির ২১ আরোহী। উড়োজাহাজটি বিধ্বস্তের পরপরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকালে হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে দ্য ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ বিমানটি। উড্ডয়নের সঙ্গে সঙ্গেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মাত্র ৫০০ ফুট দূরত্বে বিমানটি আছড়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত যাত্রী এবং ক্রুদের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে বের করে আনতে সক্ষম হন।

যদিও কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত বিমানে আগুন ধরে যায়। কিন্তু দমকল কর্মীদের চেষ্টার পরও বিমানের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ছবিতে দেখা যায়, দমকল কর্মীরা বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন।

বিবৃতির মাধ্যমে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌভাগ্যক্রমে তিন ক্রুসহ ২১ আরোহী বেঁচে গেছেন। যদিও এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পদ ছাড়লেন আফগানিস্তান বিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক

উল্লেখ্য, ভয়াবহ এ ঘটনার কারণ এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড