• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়ায় বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০২১, ১০:৪০
রাশিয়ায় বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু
বিষাক্ত মদ জব্দ করা হচ্ছে (ছবি : তাস)

রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উরাল পর্বতমালার পূর্বাঞ্চলে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে ঘটনাটি ঘটেছে বলে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সদ্য প্রাণ হারানো ওই ব্যক্তিরা প্রাণহানির আগে মিথেনল যুক্ত মদপান করেছিলেন। বিষাক্ত এই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে।

রুশ ইনভেস্টিগেটিভ কমিটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বিষাক্ত এই মদপানের কারণেই ওই ১৮ জনের মৃত্যু হয়। রাশিয়ার এই কমিটি সাধারণত বড় বড় অপরাধের তদন্ত করে থাকে।

এর আগে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপান করে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর তদন্ত করে দেখা গিয়েছিল, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন।

আরও পড়ুন : ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১৩৪

উল্লেখ্য, এসবের প্রেক্ষিতে পরবর্তীকালে বিষাক্ত মদ বিক্রেতাদের মধ্যে দুজনকে আটক করে রুশ কর্তৃপক্ষ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড