• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান মসজিদে বোমা হামলায় নিহত ১৬

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ১৬:২১
আফগান মসজিদে বোমা হামলায় নিহত ১৬
বোমা হামলায় বিধ্বস্ত আফগান মসজিদ (ছবি : আল-জাজিরা)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ইমাম বারগাহ মসজিদে আক্রমণটি চালানো হয়।

আফগান মিডিয়াগুলোর বরাতে ভারতীয় জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহারের ওই মসজিদে শুক্রবার যখন জুমার নামাজ চলছিল, সে সময় মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, এবারের আক্রমণটি আত্মঘাতী কি-না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এমনকি হতাহতের প্রকৃত সংখ্যাও সামনে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আফগান মিডিয়াগুলো বলছে- বিস্ফোরণটি ভয়াবহ ও ব্যাপক মাত্রার ছিল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ এই ঘটনার দায় স্বীকার করেনি।

গেল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ভয়াবহ সেই আক্রমণের ঘটনায় নিহত হয়েছিলেন ৪৬ জন।

আরও পড়ুন : ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১৩৪

উল্লেখ্য, কুন্দুজের যে মসজিদে সেবার হামলাটি হয়েছিল, সেটি ছিল শিয়া মসজিদ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি শুক্রবার কান্দাহারের যে মসজিদে হামলা হয়েছে- সেটিও শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের মসজিদ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড