• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে ক্ষমতা বাড়ছে বিএসএফের

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ১৬:৪৬
সীমান্তে ক্ষমতা বাড়ছে বিএসএফের
সীমান্তে মোতায়েন বিএসএফের সদস্যরা (ছবি : এনডিটিভি)

ক্রমে ক্ষমতা বাড়ানো হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এখন থেকে তারা নির্দিষ্ট ভূখণ্ডের পরও ৫০ কি.মি. ভেতরে গিয়ে আটক, জব্দ এবং তল্লাশি অভিযান চালাতে পারবে। যদিও এটা করা যাবে কেবল পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসাম রাজ্যে। এর আগে বিএসএফ এসব রাজ্যের ১৫ কিলোমিটার পর্যন্ত ভেতরে গিয়ে আটক, তল্লাশি বা জব্দ করতে পারত।

এ দিকে গুজরাটে বিএসএফের ক্ষমতা রয়েছে ৮০ কি.মি. পর্যন্ত ভেতরে ঢুকে অভিযান চালানোর। তবে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, জম্মু-কাশ্মীর এবং লাদাখে কোনো সীমা নেই বিএসএফের। এখানে তাদের অবাধ ক্ষমতা দেওয়া রয়েছে।

বিএসএফের ক্ষমতা বাড়িয়ে সোমবার (১১ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনাটি জারি করে। যেখানে ১৯৬৮ সালের বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্টের ১৩৯ ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা বাড়ায়।

অপর দিকে বিএসএফের ক্ষমতা বাড়ানোর পর দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। অনেকে এই নির্দেশনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন।

আরও পড়ুন : ইসরায়েলের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করল আলজেরিয়া

তারা বলছেন, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এই দুটি রাজ্য বিজেপি শাসিত নয়। তাই এই দুই রাজ্যে বিএসএফ অপ্রয়োজনীয় ক্ষমতা দেখাতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড