• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ১৫:৩৬
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় সেনা নিহত
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় বিধ্বস্ত ভবন (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে এক সিরিয় সৈন্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে দেশটির হোমস প্রদেশের পালমিরা এলাকায় আক্রমণ চালায় ইসরায়েলিরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে ফেসবুকে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৪ মিনিটে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা। এতে টাওয়ারটির আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার কয়েকদিন আগেই সিরিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানিয়েছিল, দেশটির হোমস সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে ছয় সিরিয় সৈন্য আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু স্থাপনা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার (৮ অক্টোবর) সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ইসরায়েলের ওই হামলায় দুই বিদেশি যোদ্ধা নিহত হন। যদিও তারা ঠিক কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটিতে বিভিন্ন অজুহাতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলার লক্ষ্য প্রধানত ইরান ও লেবাননের হিজবুল্লাহ সম্পর্কিত নানা স্থাপনা। সিরিয়ার সরকারি বাহিনীর ওপরও মাঝেমধ্যে আক্রমণ চালায় ইসরায়েল।

আরও পড়ুন : ইসরায়েলের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করল আলজেরিয়া

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না। কিন্তু তারা বারংবার বলেছে, সিরিয়াকে কখনোই ইরানের শক্ত ঘাঁটিতে পরিণত হয়ে দেওয়া হবে না।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড