• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করল আলজেরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ১২:৫০
ইসরায়েলের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করল আলজেরিয়া
সীমান্তে যুদ্ধরত সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ আলজেরিয়া।

দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি, ভয়ঙ্কর এসব বিচ্ছিন্নতাবাদীদের ইসরায়েলের পাশাপাশি সহায়তা করেছে উত্তর আফ্রিকার একটি দেশ।

বুধবার (১৩ অক্টোবর) আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এন্নাহার টিভি জানিয়েছে, দেশটির ষড়যন্ত্র সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের স্বীকারোক্তি পরবর্তীকালে টেলিভিশনে ফলাও করে প্রচার করা হবে।

বিশ্লেষকদের মতে, উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আলজেরিয়া। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আরব লিগের সদস্য হিসেবে তারা এরই মধ্যে তেল আবিবকে বর্জন করেছে। ফলে বর্তমানে তারা আর রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না।

আরও পড়ুন : হাসপাতালে মনমোহন সিং

উল্লেখ্য, ইসরায়েলের পাসপোর্টধারী কেউ আলজেরিয়ায় প্রবেশ করতে পারে না। এমনকি বিদেশি কোনো যাত্রীর পাসপোর্টে ইসরায়েলি ভিসা থাকলে তাকেও আলজেরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড