• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, ১১:১২
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্য (ছবি : সিএনএন)

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এরপর নিজের বন্দুকের গুলিতে হামলাকারী নিজেও প্রাণ হারায়। এ ঘটনায় প্রাণ হারানো তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী। মঙ্গলবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকালে দেশটির টেনেসি অঙ্গরাজ্যের একটি পোস্ট অফিসে হামলা ও প্রাণহানির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স অফিসে বন্দুকধারী এক ব্যক্তি হামলা চালায়। এতে দুই ব্যক্তি প্রাণ হারান। পরবর্তীকালে নিজের বন্দুকের গুলিতেই অভিযুক্ত ওই হামলাকারী আত্মহত্যা করেন।

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক সাংবাদিকদের জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী; তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী। যদিও আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প সংবাদ সম্মেলনে জানান, হামলা ও প্রাণহানির ঘটনাটি নিয়ে এফবিআই কাজ শুরু করেছে। এছাড়া নিহত তিন কর্মচারীর মধ্যে একজন হামলাকারী এবং নিজের বন্দুকের গুলিতেই ওই হামলাকারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : চীনে ভারী বৃষ্টিপাত-বন্যায় ১৫ জনের মৃত্যু

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড